আমাদের গ্রামের নাম চুড়ইমুড়ী। গ্রামটি সিরাজগঞ্জ জেলার উল্লাপারা থানা থেকে ৪ কিঃ মিঃ পশ্চিমে অবস্থিত। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে বিলসূর্য নদী। অন্যপাশে উল্লাপাড়া-নওগাঁ সড়ক। আমাদের গ্রামটি ছবির মতো। আম, জাম, কাঁঠাল, বট, পাকুড়গাছ আর
বাঁশঝাড়ের নিবিড় ছায়ায় ঢাকা গ্রামের ঘরগুলো। আর আছে জারুল, কনকচাঁপা, কদম,
শিউলি, ছাতিম, বকুল, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, ইত্যাদি ফুলের গাছ। প্রতিটি
মৌসুমে নানা রকম ফুলে রঙিন হয়ে থাকে আমাদের গ্রাম। এ গ্রামের মানুষগুলোও
সুন্দর। তারা কেউ কলহ পছন্দ করে না। আমাদের গ্রামে প্রায় দুই হাজার লোকের
বাস। এখানে আছে নানা পেশার, নানা ধর্মের মানুষ। কেউ কৃষিকাজ করেন, কেউ
ব্যবসা, কেউ চাকরি। ঈদ, পূজা, বড়দিনে আর নববর্ষ উত্সবে মেতে ওঠে পুরো
গ্রাম। আমাদের গ্রামে একটি বাজার, তিনটি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা
আছে। প্রতি সপ্তাহে গ্রামে সোম ও বৃহস্পতিবার হাট বসে। প্রতি বৈশাখে হয়
বৈশাখী মেলা। প্রতি ঈদে এখানে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানের। গ্রামের
মাঠে মাঠে ফলে প্রচুর ধান, পাট, গম, মসুর, সরিষা, আখ ইত্যাদি। বড় বড়
পুকুরগুলোয় নানা রকম মাছের চাষ হয়। গ্রাম আমাদের বেঁচে থাকার একমাত্র চাবি,
তাই আমরা আমাদের গ্রামকে মা-বাবার মতোই প্রাণ দিয়ে ভালোবাসি।
