ঈদের আর বেশী দেরি নেই। এরই মধ্যে নাড়ীর টানে ঘরে ফিরতে শুরু করেছেন আমাদের গ্রামের (চুড়ইমুড়ী) অনেকেই, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন সবাই চুড়ইমুড়ীর দিকে। পথের দূরত্ব আর ক্লান্তি হার মানছে প্রিয়জন আর গ্রামের মাটির টানে। গ্রামে ফেরার এই ব্যস্ততায় নিজেদের আর পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু কিছু ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরী।
    • বাড়ি ফেরার সময় পথের ভোগান্তি এড়াতে আগে থেকে যানবাহনের টিকিট বুকিং দিয়ে রাখুন।
    • তাড়াহুড়ো করে নিজের জীবনকে বিপদের মুখে ফেলে দেবেন না। মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।
    • যাত্রাকালে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভালো করে দেখে নিন। 
    • বর্তমান অবস্থার প্রেক্ষিতে সাথে আপনার পরিচয়পত্র নিতে ভুলবেন না। 
    • নিরাপত্তা নিশ্চিত করতে আপনার পরিচয়, কর্মস্থান, পরিচিত জনের ফোন নম্বর অথবা নিজ পরিবারের কারো ঠিকানা একটি কাগজে লিখে সাথে রাখুন।
    • আপনার টাকা পয়সা সাথে করে নিয়ে যাওয়ার সময় সব এক জায়গায় না রেখে বরং ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় রাখুন। যাতে আপনার কিছু খোয়া গেলে একসাথে সব অর্থ না হারায়।
    • যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আমাদের গ্রামের আশেপাশের থানাতে সেই ব্যাঙ্কের এটিম বুথ থাকলে সঙ্গে বেশি টাকা না নিয়ে ব্যাঙ্কের এটিম বুথে গিয়ে তুলতে পারেন।   
    • বাসা থেকে গন্তব্য স্থলে রওনা হওয়ার আগে বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করুন আগে। 
    • ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটি জায়গায় আটকে রেখে দিন। 
    • বাসার জানালা দরজা ভালো করে বন্ধ করুন এবং ভালভাবে তালা লেগেছে কিনা পরীক্ষা করুন। 
      আপানার গ্রামে ফেরার জাত্রা শুভ হক।
      আর যে কোন আপডেট এর জন্য আমাদের চুড়ইমুড়ী গ্রামের পেজ এবং ওয়েব সাইট ভিজিট করুন।